Utsho (উৎস) – Lyrics

শিরোনামঃ উৎস
কন্ঠঃ তাহসান / জন
কথাঃ তাহসান / বাতুল
সুরঃ তাহসান
অ্যালবামঃ কথোপকথন

শূন্য শীতল নিস্তব্ধ পৃথিবীতে একটি সূক্ষ্ম উষ্ণতা
বায়ুর সমতা দুলিয়ে ভেসে আসে এক প্রশান্তি
অনুভূতির চুড়ান্তে শিহরণ জাগানো এক সুস্বর ধ্বনি
কখনো বুঝতে পারবোনা, কখনও প্রকাশ হবে না
জানবো না সুরের উপলব্ধি, দিতে পারবোনা দৃঢ় প্রেরণা

Leave a Reply