Shohid Shoroni (শহীদ সরণী) – Lyrics

শিরোনামঃ শহীদ সরণী
কথাঃ রুম্মান আহমেদ
কন্ঠঃ লিংকন
ব্যান্ডঃ আর্টসেল
অ্যালবামঃ অনিকেত প্রান্তর

ভোর হোক তোমারও জানালায়,
ভোর হোক ধ্বংসস্তূপে,
চাপা পড়া শহরে,
শহীদ সরণীর পীচঢালা পথে
রৌদ্র আসুক আশাবাদী অক্ষর হয়ে,
বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক
মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে।

তোমার স্থল-মাইন
আবাদি মাটির প্রাণরসে ভিজে
কান্নাসিক্ত পৃথিবী হোক,

তোমার জানালায় মৃত শিশু পড়ে থাকে,
যুদ্ধাহত সময়ের বাসি রোদ।
কবির মতন দুঃস্থ উদার হোক
তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়।

তোমার বিনিদ্র প্রহরার রাত
শব্দ পাক মানুষের গরাদ ভাঙার।
ভোর হোক তোমার অন্ধ চোখে,
যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস

Leave a Reply