Shesher Opashe (শেষের ওপাশে) | Full Lyrics

শিরোনামঃ শেষের ওপাশে
কথাঃ সাব্বির হোসেন তুর্য
কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
সুরঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগৎ

সকল রঙে অলীক স্পর্শ
সব দেখার অস্তিম প্রতিফলন
সব আকৃতির শেষ রূপ
জানা-অজানার অপরিণত সুর
জীবন শিখার আলোতে,
বিকিয়ে দেওয়া সত্তার শেষ

রাতের আঁধার, সকল প্রশ্নের জড়তা, সব অজানা
নিজেকে জানার আশাতে
সকল প্রশ্নের রূপকার, সবই শেষের ওপাশে

নিজ পৃথিবীর মলিনতা আশ্রয় নেয় যার মাঝে
সকল অচেনার ভরা দুপুর নুয়ে পরে যে তার সাঁজে
জীবন লেখার স্মারকে, শেষ অধ্যায়ের রচনাতে

রাতের আঁধার, সকল প্রশ্নের জড়তা, সব অজানা
নিজেকে জানার আশাতে
সকল প্রশ্নের রূপকার, সবই শেষের ওপাশে

শেষের ওপাশে সকল প্রশ্নের মিছিলে যত সংশয়
বিকিয়ে যাবে স্বর্গ নরকে

আমার চেতনার ওপাশে
হাতছানি দেয় আমায় স্বর্গ
জানিনা কি কারনে
চাইনা যেতে ওপাশে

Leave a Reply