Se Chole Geche Bole (সে চলে গেছে বলে) – Lyrics

শিরোনামঃ সে চলে গেছে বলে
নজরুল গীতি

সে চলে গেছে বলে কি গো, তার সৃতিও হায় যায় ভোলা
ওগো মনে হলে তার কথা, আজ ও মর্মে সে মোর দেয় দোলা
ওই প্রতিটি ধুলি কনায় আছে তার ছোয়া লেগে হেথায়
আজও তাহার ই আসার আশায় রাখি মোর ঘরের সব দ্বার খোলা
হেথা সে এসেছিল যবে, ঘর ভরেছিল ফুলও উত্সবে
মোর কাজ ছিল শুধু ভাবি তার হার গাথার ফুল তলা
সে নাই বলে বেশি করে শুধু তার কথাই মনে পরে
হেরি তার ছবি ভুবন ভরে, তারে ভুলিতে মিছে বলা

Leave a Reply