Obosheshe (অবশেষে) | Offical Lyrics

শিরোনামঃ অবশেষে
কথাঃ তুষার হাসান
সুরঃ মিফতাহ্‌ জামান
কন্ঠঃ মিফতাহ্‌ জামান
অ্যালবামঃ শুধু তোমাকে

চলেছি পথে অন্তহীন শুধু এই আশায়
পথেরই শেষে রবে তুমি আমারই প্রতিক্ষায়।

দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙাবে তুমি ধূসর ভূবন
কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।

ব্যথাভরা এ মনে লাল গালিচায়
ঝরবে সুখেরই ফুল তোমারই পূজায় (২)
ভাঙবে তুমি ভুলেরই কপাট
ভালবাসার মায়ায়।

দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙাবে তুমি ধূসর ভূবন
কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।

কলাপাতা রঙে মোড়া স্বপ্ন আমার
পূর্নতা পেতে চায় শুধু বারেবার (২)
আনবে তুমি রঙের দিশা
স্বপ্ন গড়ার ধরায়।

দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙাবে তুমি ধূসর ভূবন
কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।

চলেছি পথে অন্তহীন শুধু এই আশায়,
পথেরই শেষে রবে তুমি আমারই প্রতিক্ষায়।
দেখেছে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জূড়ালো এখন
রাঙালে তুমি ধূসর ভূবন
ভালবাসার ছোঁয়ায়।

Leave a Reply