Mon Ronger Achor (মনরঙের আঁচড়) | Full Lyrics

শিরোনামঃ মনরঙের আঁচড়
কথাঃ আনোয়ার হোসেন আদর
কন্ঠঃ তাহসিন আহমেদ
সুরঃ তাহসিন আহমেদ
সঙ্গীতায়োজনঃ রেদওয়ান
টেলিফিল্মঃ ব্যাচ ২৭

বয়ে যায় সময় একেলা দূরে
থেমে যাই ভেবে তোমায়
রয়ে যায় মনরঙের সেই আঁচড়
তোমারই নাম লেখায়
দখিনা সে হাওয়া
বলে মন জানালায়
নাম না জানা কোনও
পর্দা ওড়া মায়ায়

তোমার মনের ওই পথে
নেবে কি আমায় ডেকে
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে

থেকে যাও এই আবেগে
হৃদয় আবছা আলোয়
কিছু লিখুক অকারণ
ভেজামেঘ বালুস্রোতে
রাত শিশির কালোয়
খুঁজুক ভোরের মন

আর আমার চোখে
ঘুম নামের কল্পনায়
তবে নেমে আসো
কোনও নতুন বোনা কথায়

তোমার মনের ওই পথে
নেবে কি আমায় ডেকে
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে

Leave a Reply