Miss korchi Toke (মিস করছি তোকে )

শিরোনামঃ মিস করছি তোকে
কন্ঠঃ পার্থ বড়ুয়া
কথা ও সুরঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ দেবী

একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র,
টিশার্ট জিন্সগুলো দেরাজে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে
ও বন্ধু তোকে মিস্‌ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।

তোকে ছাড়া হয়না টিউন, হয়না লেখা
বৃষ্টির সাথেও এখন হয় না দেখা,
থমকে যাই হয় মনে এই বুঝি এসে ডাক দিবি
থমকে যাই পরক্ষনে, কেনো হয় যে এমন

ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া আর কিছু জমে না এখন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া আর কিছু আর জমে না …..

একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র,
টিশার্ট জিন্সগুলো দেরাজে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে
ও বন্ধু তোকে মিস্‌ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।

ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমে না …..

Leave a Reply