Ek Shohor Bhalobasha (এক শহর ভালবাসা) | Full Lyrics

শিরোনামঃ এক শহর ভালবাসা
কথাঃ তানজীব সারোয়ার
সুরঃ তানজীব সারোয়ার
কন্ঠঃ তানজীব সারোয়ার
মিউজিকঃ সাজিদ সরকার

তোমার এলোমেলো চুলে
আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই
কোন হুড তোলা রিকশায়
এক মুঠো প্রেম এড়িয়ে
আমার শূন্য পকেটে
হারাতে দ্বিধা নাই
অচেনা গলিতে
এক শহর ভালবাসা দিতে চাই

এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়
ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি
বাঁচতে শিখি
না দ্বিধা ছাড়াই

তোমার সাথে
এই পথটি যেন আজ শেষ না হয়
এমন করে
তোমার নরম হাতের ঐ ছোঁয়ায়
ইচ্ছে করে
জমা চায়ের কাপে বৃষ্টি নামুক
হোক সন্ধ্যা রাত
তবু এই সময় থেমে থাকুক
বুলিয়ে দাও রাঙিয়ে
ঐ মায়া যাদু হাতে
কি সুখ লাগে
এক শহর ভালবাসা দিতে চাই

এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়
ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি
বাঁচতে শিখি
না দ্বিধা ছাড়াই

Leave a Reply