Ei Shohor Amar (এই শহর আমার) | Lyrics

শিরোনামঃ এই শহর আমার
কন্ঠঃ অর্ণব
কথাঃ অমিতাভ রেজা চৌধুরী
সুরঃ অর্ণব
মুভিঃ আয়নাবাজি

তুমি যদি বলো
ভোরের বেলার কাক
শব্দ করা একলা ইস্টিমার
ফেরিওলার হাক
লাঠি হাতে ডাকাত সর্দার
রাত জাগা হাইওয়ের
ঘুমিয়ে পরা কোনো এক ড্রাইভার

এই শহর আমার
এই মানুষ আমার

তুমি শুনতে কি পাও
ভিড়ের মাঝে কেউ
মতিঝিলের শাপলা ফুলে পানি
আর এক স্কুল বালিকার সবুজ ড্রেস খানি
গোরস্থানে ফকির
মাজারে মাজারে জিকির

এই শহর আমার
এই মানুষ আমার

Leave a Reply