Egiye Nao (এগিয়ে নাও) – Lyrics

শিরোনামঃ এগিয়ে নাও
কন্ঠঃ জোহাদ
কথাঃ জোহাদ/রায়িন
ব্যান্ডঃ নেমেসিস
অ্যালবামঃ তৃতীয় যাত্রা

রঙ্গিন ধুলোর খেলাতে
আমার স্বপ্ন সব রয়েছে
তারাদের হাসি দেখে
মনে পরে তোমাকে

ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও
ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও

চার দেয়ালের মাঝে
আমার স্বপ্ন আমার হাতে
মেঘের গান এরই ভিড়ে
চেয়ে দেখি তোমাকে

ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও
ভুলে যাও হারানো কথাগুলো
এগিয়ে নাও

আমার স্বপ্নগুলো
তুমি কি কখনো ভুলো
তোমারই প্রতিদিনের খেলাতে
সবকিছু পাব খুঁজে

ছড়িয়ে দাও অন্ধকারে আলো
এগিয়ে নাও পিছিয়ে থাকা কেন
ভুলে যাও হারানো কথাগুলো
ছড়িয়ে দাও অন্ধকারে আলো

Leave a Reply