Bikkhoto (বিক্ষত) | Lyrics

শিরোনামঃ বিক্ষত
কন্ঠঃ জন
কথাঃ জুবায়ের হোসেন (ইমন)
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ আমার পৃথিবী

যে পথ গিয়েছে ঘুরে
সেখানে দাঁড়িয়ে সে
একা এই সময়ে
শূন্য এই জগতে
বিক্ষত সবাই আজ।
রাতের গলিত শ্বাসে
ক্রমশ ডুবেছে সে
অবলীলায় পার হয়ে যায়
শোকের ব্যাপক চরাচর
বিক্ষত সবাই আজ।

Leave a Reply