Bideshir Shonge Keu Prem Korona (বিদেশির সঙ্গে কেউ প্রেম কর না)

শিরোনামঃ বিদেশির সঙ্গে কেউ প্রেম কর না
লালনগীতি

বিদেশির সঙ্গে কেউ প্রেম কর না ৷
ভাব জেনে প্রেম কর
ঘুচবে মনের যাতনা ॥

ভাব দিলে বিদেশির ভাবে
ভাবে ভাব কভু না মিশিবে
পথের মাথায় গোল বাঁধাবে
কারো সাথে কেউ যাবে না ॥

এক দেশের মানুষ যদি হয়
তাহার সনে করিও প্রণয়
বিদেশী আর জংলা টিয়ে
কখনো পোষ মানে না ॥

নলিনী আর সূর্যের প্রেম যেমন
প্রেমের ভাব নেয় রসিক সুজন
লালন বলে ঠকলে আগে
কাঁদলে শেষে সারবে না ॥

Leave a Reply