Bibiya (বিবিয়া) | Full Lyrics

শিরোনামঃ বিবিয়া
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য

ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া…

আঁধি রাতে চাঁদ তুই আজ
ঘুম দে রে আঁকিয়া
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া…

দিবো সাগর পাড়ি,
তোর মুখ খানি, বুকের পানে লইয়া
আবার ভোর হইলে,
ফিরবো যদি থাকে জান জাগিয়া…

ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া…

একুল ওকুল নাহি দেখি,
ঝড়ের লগে যুঝতেছি
মন আমার কেমন করে,
ফিরার লাগি তোর কাছে
সারা রাতের ঘুম আমার,
সারা দেহের যত গ্লানি
ভুলে যাই সব, যখনি
দেখি মুখ তোর একটু খানি

ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া…

Leave a Reply