Asharer Kon Bheja Pothe (আষাঢ়ের কোন ভেজা পথে) | Full Lyrics

শিরোনামঃ আষাঢ়ের কোন ভেজা পথে
কথাঃ বিজয় সরকার
সুরঃ বিজয় সরকার

আষাঢ়ের কোন ভেজা পথে এল ও এলরে
এলো আবার ঘড় ভাঙ্গা শ্রাবণ
এমনি দিনে লেগেছে মনের কোলে ভাঙ্গন
এলো আবার দুরন্ত শ্রাবণ

চুরনি নদী ঘূর্ণি পাকে যেথায় পড়ল চর
সেই চরেতে বেধে ছিলাম বসতি এক ঘড়
সেই ঘড় ভেসে গেল দিন কয় এক পর এসে এক প্লাবন

ছাওয়া ছারা ভিটে হিজল গাছে জল পরি কন্যা
উদাস চোখে চেয়ে দেখ শ্রাবনের বন্যা
আমি কান্দি তাহার কান্দন তার কি নাই কান্দন

মেঠো আগুন নেবে রে জলের ছিটে লেগে
রাবনের চিতে নিভেনা শ্রাবনের মেঘে
সেই আগুন জলে দিগুন বেগে দুরশহ দাহন

শ্রাবণ ঐ আসিল ফিরে একটি বছর পর
ফিরে আসার আশা নাইরে জলে ভাসা ঘড়
পাগল বিজয় বলে এমনও তার বিধাতার বাধন

Leave a Reply