Ami Kon Pothe Je Choli (আমি কোন পথে যে চলি) | Full Lyrics

শিরোনামঃ আমি কোন পথে যে চলি
কথাঃ সুধীন দাশগুপ্ত
সুরঃ সুধীন দাশগুপ্ত
কন্ঠঃ মান্না দে

আমি কোন পথে যে চলি
কোন কথা যে বলি
তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই
মনের চোরাগলি

সেই গলিতেই ঢুকতে গিয়ে
হোচট খেয়ে দেখি
বন্ধু সেজে বিপদ আমার
দাঁড়িয়ে আছে একি
ভয়েরই খাড়াতে হয়ে গেলাম
পাঁঠা বলি

এখন আমি লেঙচে মরি
ওরে বাবা লেঙচে মরি
পালিয়ে যাওয়ার রাস্তা ধরি
হয়তো মনের দরজা খুলে
তুমিও ছিলে বসে
ভেস্তে গেল সুন্দরীগো
সবই কপাল দোষে
করেছি কি ভুল
নিজেই নিজের দু’কান মলি

Leave a Reply