Ami Ekta Zinda Lash (আমি একটা জিন্দা লাশ) | Offical Lyrics

শিরোনামঃ আমি একটা জিন্দা লাশ
বারী সিদ্দিকী

আমি একটা জিন্দা লাশ
কাটিস নারে জংলার বাঁশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে
আমায় পুড়িস না।

প্রেমে পোড়া যায় না চেনা দেইখা শুধু মুখ
চেনা যায় যার জীবনে নাই একটু খানি সুখ
হায়রে একটু খানি সুখ
আমি যদি যাইগো মরে, আমার লাশটা বুকে ধরে
আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস না।

বুকের ভিতর মারলো অন্তর সর্বহারা শোক
আমার মত কষ্ট যেন পায় না কোন লোক
হায়রে পায় না কোন লোক
মনেরে বুঝাইলাম কত হইল না যে মনের মত
মিছে আশায় তারি পিছে মন আর ঘুরিস না।

Leave a Reply