Akash Prithibi (আকাশ-পৃথিবী) | Full Lyrics

শিরোনামঃ আকাশ-পৃথিবী
গীতিকবিতাঃ আদর
সুরঃ মিশু
কন্ঠঃ মিশু
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ বরাবর শহরতলী

হৃদয়ের শাদা রঙটুকু সব
হয়েছে কেবলই নোনা।
না-পাওয়ার চাপা আর্তনাদে,
অবেলায় ঝড়া পাতা।
আকাশ-পৃথিবী আর ঘড়ির কাঁটা,
অসম এই বোঝাপড়া।
ভালোলাগার নয়নতারাগুলো মাঝে,
দিলোনা আমায় কোনো ভালোবাসা।
সূর্যের স্পর্শে অভিমান জানি
হবেনা কখনো ছোঁয়া
অবুঝ-বোবা হয়ে ক্লান্তি ফিরে
নি:শ্বাসে বাড়ায় নীরবতা।

Leave a Reply