Ahoto Kichhu Golpo (আহত কিছু গল্প) | Full Lyrics

শিরোনামঃ আহত কিছু গল্প
কথাঃ তুহীন
সুরঃ তুহীন
কন্ঠঃ তুহীন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ শিরোনামহীন

কখনো কি তুমি আকাশকে বলেছ আমার কথা?
কখনো কি তুমি বাতাসকে ডেকেছ, ভেবেছো, বুঝেছ আমার ব্যাথা, আকুলতা?
কখনও কি তুমি আমার, আমি তোমার বলে চিৎকার করে কাঁদনি?
তারাদের সামনে…
জেনেছি তুমি জানো; জেনে আমার জন্য না হয় কিছুটা মানো…

কখনও কি তুমি আমার সঙ্গে হাটো?
হেটে যাই তবু অনন্ত পথঘাট…
কখনও কি পথ ভোল, পথ চলো, ভেবে হতাশ হয়ে পড়নি?
সময়ের সামনে…
জেনেছি তুমি জানো; জেনে আমার জন্য না হয় কিছুটা মানো…

সময় ছিল অল্প
জ্যোৎস্না রাতে বৃষ্টি ভেজা আহত কিছু গল্প
মেলে স্বপ্ন ডানা…

কখনও কি তুমি মনের আকাশে ভাসো ?
অন্ধরাতে আমায় ভালবাসো ?
কখনও কি তুমি ক্লান্ত, উদভ্রান্ত মনে স্বপ্নের থেকে জাগোনি?
আমারই সামনে…
জেনেছি তুমি জানো; জেনে আমার জন্য না হয় কিছুটা মানো।।

Leave a Reply