যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিণী ?
যার বিমল তটে রূপের হাটে বিকাতো নীলকান্তমণি৷
কোথা বা সে ব্রজের শোভা
গোলক হ’তে মনোলোভা
কোথা সে রাম-বলরাম সুবল সুদাম
কোথা সেই সুনীল তনু ধেনু বেণু
মা যশোদা আর রোহিণী ?
কোথা চারু চন্দ্রাবলী
কোথা সেই জলকেলি
কোথা ললিতা সখী সুহাসিনী
কোথা সেই বংশীধারী রাসবিহারী
বামেতে রাই বিনোদিনী ?