ওগো ঝুমুর গায়েন তোমার দিন কাটে না
তোমার রাত কাটে না
তবু ঢোল কাটে নেংটি ইদুঁরে
ভুখা পেটে তুই মাদল বাজা ( ৩ )
ও লাল পলাশের বনে বনে
মাতল রে প্রাণ কী আগুনে
মন জ্বলে সে আগুনে আখা জ্বলে না
ওগো ঝুমুর গায়েন তোমার দিন কাটে না
তোমার রাত কাটে না
তবু ঢোল কাটে নেংটি ইদুঁরে
গানে পাবে প্রাণের আরাম লাগে মনে ধন্দ
তোমারও সুরে গায়েন খালি পেটের গন্ধ গায়েন
খালি পেটের গন্ধ
ও শুকনো ক্ষেতের আলে আলে
কাঁধে মাদল মাতাল তালে
নেচেই ভরে মন গায়েন পেট ভরে না
ওগো ঝুমুর গায়েন তোমার দিন কাটে না
তোমার রাত কাটে না |
তবু ঢোল কাটে নেংটি ইদুঁরে |