এক হৃদয়হীনার কাছে
হৃদয়ের দাম কী আছে
সে আছে নিজকে নিয়ে
আমি তো আপন দোষে
পেলাম শুধু অথৈ যন্ত্রণা
সে তো যাবে চলে
সবই যাবে ভুলে
নিঠুর সে সজনী
আমি যাব কেঁদে
তারেই সেধে সেধে
জেগে শুধু রজনী
নীরবে নীরবে
হৃদয় দেয়া ছলে
হৃদয় গেছে দলে
আমি তো মরেছি
পাথর ভালোবেসে
চোখে অবশেষে
নদীকে ধরেছি
মরেছি মরমে
—————–
কথাঃ আব্দুল হাই আল-হাদী
সুরঃ আলাউদ্দিন আলী
গায়কঃ রফিকুল আলম।