আজ কেন রে প্রাণের সুবল
রাই এলো না যমুনাতে।
আমি রাই অপেক্ষায় বসে আছি
বসে আছি মোহন বাঁশি নিয়ে হাতে
রাই এলো না যমুনাতে।
————-
রাধারমণ দত্ত
আজ কেন রে প্রাণের সুবল
রাই এলো না যমুনাতে।
আমি রাই অপেক্ষায় বসে আছি
বসে আছি মোহন বাঁশি নিয়ে হাতে
রাই এলো না যমুনাতে।
————-
রাধারমণ দত্ত